ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তাড়াশে সংসদ সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, নভেম্বর ১, ২০১৬
তাড়াশে সংসদ সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যায় তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবলু শেখ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

সংসদ সদস্য মিলন ছাড়াও তার দুই ছেলে জার্জিয়াস মিলন ও জাকির হোসেন জুয়েল এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎকে এ মামলায় আসামি করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাড়াশে দীর্ঘদিন ধরে সংসদ সদস্য মিলন ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এর জের ধরে রোববার (৩০ অক্টোবর) উপজেলা সমন্বয় সভায় এমপিকে কটাক্ষ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যানের সমর্থক কয়েক ইউপি চেয়ারম্যান। ওই দিন নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।