ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বসন্তের কোকিল অনেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, নভেম্বর ১, ২০১৬
বসন্তের কোকিল অনেক

ঢাকা: দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুসময়ে বসন্তের কোকিল অনেক। দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও অনেককে খুঁজে পাওয়া যায় না।



মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ৩ নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অসময়ে সুন্দর সুন্দর স্লোগান অনেকেই দেয়। গলা ফাটিয়ে বক্তৃতা করে। ফুলের মালায় ভরে যায় সভাস্থল। দুঃসময় এলে চোরাই পথে অনেকে পালিয়ে যায়।

তিনি বলেন, সেই কর্মী দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে? ভিশন ২০২১ বাস্তবায়ন হবে? ২০৪১ বাস্তবায়িত হবে? তাহলে কীভাবে হবে। সুসময় আর দুঃসময় এটা যেন মনে থাকে। সময় ‍এলে যেন পাই।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত।
 
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমইউএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।