ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, নভেম্বর ১, ২০১৬
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতরা হলেন, আশরাফ (২২), আমেনা (১৮) আনোয়ার (৩৫) ও পারভেজ (১৮)।

এদের মধ্যে আশরাফ ও আমেনা ঘটনাস্থলেই মারা যান। আনোয়ার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া পারভেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ৩টার দিকে মারা যান।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বেপরোয়া গতির একটি সাদারঙের মাহেন্দ্র পিকআপের চাপায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএএএম/ওএইচ/জেডএস/এমজেএফ

**
ভালুকায় পিকআপ চাপায় ৩ শ্রমিক নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।