ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লালপুরে আ.লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, অক্টোবর ৩১, ২০১৬
লালপুরে আ.লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

নাটোর: নাটোরের লালপুরে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সাত্তার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা বেগম বাংলানিউজকে জানান, স্থগিত কেন্দ্রের পুনঃনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সাত্তার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৯৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী মতিউর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬ ভোট।

চলতি বছরের ৩০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের ভোটের ফলাফল যোগ করে আব্দুস সাত্তার ৩ হাজার ৯১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান পেয়েছেন ২ হাজার ৯৭৫ ভোট।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।