ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, অক্টোবর ৩১, ২০১৬
সুন্দরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী জয়ী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নাফিউল ইসলাম সরকার জিমি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোটগ্রহণ হয়।

এরপর গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মালেক বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট নাফিউল ইসলাম সরকার জিমি পেয়েছেন তিন হাজার ৯৬৫ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাহারুল ইসলাম পেয়েছেন তিন হাজার ২২২ ভোট।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।