ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পীরগঞ্জ জেলা ছাত্রমৈত্রীর সভাপতি বিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, অক্টোবর ৩১, ২০১৬
পীরগঞ্জ জেলা ছাত্রমৈত্রীর সভাপতি বিশু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলা ছাত্রমৈত্রীর সভাপতি নির্বাচিত হয়েছেন বিশুরাম বর্মন।
 
এছাড়া সাখাওয়াত হোসেন সুজনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক।
 
সম্মেলনে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি রঞ্জিত কুমার রায়, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, জেলা যুবমৈত্রীর সভাপতি এমরান হোসেন চৌধুরী, জাতীয় কৃষক সমিতির উপজেলা সভাপতি আবু জাহেদ জুয়েল, যুবনেতা নাজমুল হুদা, রফিকুজ্জামান রফিক প্রম‍ুখ।

সম্মেলনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়ে পীরগঞ্জ উপজেলা শহর প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।