ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পুঠিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, অক্টোবর ৩১, ২০১৬
পুঠিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার ভরুয়াপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সামিদুন বিবি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ওই এলাকার নজিম পন্ডিতের স্ত্রী।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সামিদুন বিবি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। বিকেলে রেললাইন পার হতে গিয়ে তিনি রাজশাহীগামী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
 
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএস/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।