ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে বাল্কহেডের ধাক্কায় লঞ্চের তলায় ফাটল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, অক্টোবর ৩১, ২০১৬
বরিশালে বাল্কহেডের ধাক্কায় লঞ্চের তলায় ফাটল 

বরিশাল: বরিশালের সন্ধ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ঢাকাগামী এমভি যুবরাজ-১ লঞ্চের তলা ফেটে গেছে।  

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদীর চাতালবাড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর চালক লঞ্চটিকে নদীর তীরে তুললে অল্পের জন্য রক্ষা পান শতাধিক যাত্রী।

বিষয়টি নিশ্চিত এমভি যুবরাজ-১ লঞ্চের সুপারভাইজার বাবুল হোসেন বাংলানিউজকে জানান, এমভি যুবরাজ লঞ্চটি আগৈলঝাড়ার পয়সারহাটের চৌধুরিঘাট থেকে ১শ’ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।  

পথে উজিরপুরের চাতালবাড়ি পয়েন্টে আসামাত্র লঞ্চের মধ্যখানে এমভি মাহমুদ নামে একটি বালুবাহী বাল্কহেড জোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের তলা ফেটে যায় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে।

তাৎক্ষণিকভাবে চালক লঞ্চটিকে নদীর পাশের তীরে ভেড়ায়। এতে কোনো যাত্রী হতাহত হয়নি।

তিনি জানান, পরে হুলারহাট থেকে ঢাকাগামী এমভি মহারাজ নামে অপর একটি লঞ্চে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বাংলানিউজকে জানান, এ ঘটনার পর এমভি মাহমুদ নামে ওই বাল্কহেডটিকে আটক করা হয়েছে।  যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে যুবরাজ লঞ্চের মালিকের অপর লঞ্চ মহারাজে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।