ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জানালা দিয়ে ঘুড়ি আনতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশু রাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, অক্টোবর ৩১, ২০১৬
জানালা দিয়ে ঘুড়ি আনতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশু রাকিব

ঢাকা: জানালা দিয়ে ঘুড়ি আনতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশু রাকিব (১১)। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সোমবার (অক্টোবর ৩১) বিকেল সাড়ে ৪টায় লালবাগ ইসলামবাগ পশ্চিমপাড়ার একটি বাড়ির ৩য় তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি।

শিশুটির বাবা ইলেকট্রিক মিস্ত্রী মো. রফিক জানান, লালবাগের ইসলামবাগের একটি বাড়ির ৩য় তলার একটি রুমে ভাড়া থাকেন তারা। বিকেলে ঘরের জানালা দিয়ে পর্দা টানানোর স্টিলের সরু স্ট্যান্ড দিয়ে বাইরের তারে আটকানো ঘুড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাকিব।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান শিশু রাকিবের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালীর কিছু অংশও পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘন্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।