ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, অক্টোবর ২৪, ২০১৬
ঝিনাইদহে এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ‘চাকরি আছে বেতন নাই, এই অবস্থার অবসান চাই’ স্লোগানে ইউনিয়ন পর্যায়ে পদ সৃষ্টির মাধ্যমে নিয়োগ, চাকরি জাতীয়করণ সহ সব শূন্য পদে নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান (পশু কৃত্রিম প্রজণন টেকনিশিয়ান) কল্যাণ সমিতি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে এ আই টেকনিশিয়ান সমিতির জেলা সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ ৬ উপজেলার প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।  

মানববন্ধনে বক্তারা দ্রুত ইউনিয়ন পর্যায়ে পদ সৃষ্টির মাধ্যমে নিয়োগ, চাকরি জাতীয়করণ সহ সব শূন্যপদে নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানান। আর দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

এর আগে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।