ঢাকা: বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক, বিজ্ঞানীদের অবসরের বয়সসীমা সংক্রান্ত অবস্থানপত্র গ্রহণ করেছে মন্ত্রিসভা।
সোমবার (২৪ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিশেষ মেধা ও যোগ্যতার অধকারী গবেষক/বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে অবস্থানপত্র গ্রহণ করা হয়।
মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর দুপুরে মন্ত্রপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, তিনটি প্রস্তাব দেওয়া হয়েছে। কর্মরত গণপ্রজাতন্ত্রের কর্মচারী বিজ্ঞানী ও গবেষকদের দেশ ও জাতির উন্নয়নে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি নিরবচ্ছিন্নভাবে কাজে লাগানোর জন্য বয়স বড়ানোর লক্ষ্যে ১৯৭৪ সালের পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট অ্যাক্ট সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বয়স কত হবে তা বলা হয়নি।
দ্বিতীয় প্রস্তাবটি হলো- দেশ ও জাতির উন্নয়নে তাদের (বিজ্ঞানী ও গবেষক) যথাযথ কাজে লাগাতে যোগ্যপ্রার্থী নির্বাচনের জন্য মানদণ্ড নির্ধারণ করতে ১৯৭৫ সালের পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট রুল সংশোধন প্রস্তাব। সেই রুলের মধ্যে একটি সার্বজনীন মানদণ্ড তৈরি করে দেওয়ার প্রস্তাব রয়েছে, যোগ করেন সচিব।
তৃতীয় প্রস্তাব নিয়ে সচিব বলেন, তাদের বিশেষ প্রণোদনা প্রস্তাব রয়েছে। চাকরি বিধি, চাকরির সুযোগ-সুবিধা, অার্থিক সংশ্লেষ ইত্যাদি সার্বিকভাবে বিচার বিশ্লেষণ করে একটি মানদণ্ড তৈরি করা।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদসহ কয়েকটি গবেষণা সংস্থায় নিয়োজিত বিজ্ঞানী/গবেষকদের চাকরির বয়সসীমা ৬৫ তে উন্নীত করার প্রেক্ষাপটে এ প্রস্তাব করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ অবস্থানপত্র পাঠায় মন্ত্রিসভায়।
**যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬/আপডেট: ১৫২৫ ঘণ্টা
এসএমএ/জেডএস