ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে ইয়াবা-হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, অক্টোবর ২৪, ২০১৬
ধামরাইয়ে ইয়াবা-হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ধামরাই (ঢাকা): আটশ’ পিছ ইয়াবা ও একশ’ পোটলা হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মাঝ কাজীরচর গ্রামের আব্দুল লতিফের ছেলে আসলাম ওরফে বিল্লাল (৩২), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গলগোন্ডা গ্রামের আইন উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৫), ফরিদপুর জেলার মধুখালি থানার গোন্দায়দিয়া গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে মো. রানা শেখ (২২) ও পিরোজপুর জেলার কাউখালিখ থানার হোগলা গ্রামের মৃত এনামুল হকের ছেলে কাজল (৫২)।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় এলাকার আব্দুল আউয়ালের ৫ তলা বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আটশ’ পিছ ইয়াবা ও একশ’ পোটলা হেরোইন উদ্ধার করা হয়।  

আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
 
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়:১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।