ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে ডিজিটাল কার্যক্রম পরিদর্শনে জার্মান প্রতিনিধিদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, জানুয়ারি ২৬, ২০১৬
মুন্সীগঞ্জে ডিজিটাল কার্যক্রম পরিদর্শনে জার্মান প্রতিনিধিদল

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সার্ভিস কার্যক্রম পরিদর্শন করেছে জার্মানির সাত সদস্যের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।



বেলা ১১টা থেকে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনের সময় গ্রামীণ জনগোষ্ঠীর নানা রকমের সেবা গ্রহণের বিষয়টি প্রত্যক্ষ করে প্রতিনিধিদলটি। এরপর তারা মুন্সীগঞ্জ শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

ডক্টর আলফ্রেডো মার্কার নেতৃত্বে জার্মানির সাংবাদিক, গবেষক ও সমাজকর্মীদের প্রতিনিধিদলটি পরিদর্শন শেষে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে শেয়ার আইডিয়া শিরোনামে এক আলোচনা সভায় মিলিত হন।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন এটুআই প্রকল্পের কর্মকর্তারাসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।