ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, জানুয়ারি ১৭, ২০১৬
ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু হলো।



শনিবার (১৬ জানুয়ারি) রাত থেকে রোববার (১৭ জানুয়ারি) ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

বিশ্ব ইজতেমায় মরদেহের জিম্মাদার মো. আদম আলী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া এলাকার সৈয়দ আলীর ছেলে নূরুল আলম ওরফে নূর হোসেন (৭০), চুয়াডাঙ্গা সদর এলাকার বাদুতলা এলাকার একরামুল হক জোয়ারদারের ছেলে আব্দুল মাবুদ জোয়ারদার (৫২) ও জামালপুরের সরিষাবাড়ি থানার চরআদরা এলাকার জাবেদ মোল্লার ছেলে আব্দুর কাদের (৬০)।

এর আগে গত শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে ইজতেমায় অংশ নিতে আসা এক মালয়েশীয়ানসহ আরো তিন মুসল্লির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।