ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩২, জানুয়ারি ১৭, ২০১৬
বেনাপোলে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।



রোববার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

২১ ব্যাটালিয়নের বেনাপোল সীমান্তের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম আহম্মেদ জানান, তাদের কাছে খবর আসে কয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের চালান দিয়ে এপারে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে তারা গভীর রাত থেকে পুটখালী চরের মাঠ এলাকায় অবস্থান করে।

ভোরে মাদক ব্যবসায়ীরা ইছামতি নদী পার হয়ে এপারে প্রবেশের চেষ্ঠা করলে তাদের ধাওয়া করা হয়। এসময় তারা মাথায় থাকা ৩টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।