ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

মংলায় ২৮ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জানুয়ারি ১৫, ২০১৬
মংলায় ২৮ জেলের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: জাটকা শিকারের অভিযোগে বাগেরহাটের মংলায় ২৮ জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন প্রিন্স এ দণ্ডাদেশ দেন।


 
এর আগে ভোরে মংলা উপজেলার পশুর নদীতে অভিযান চালিয়ে দু’টি ট্রলারসহ ৩২ জেলেকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা।
 
এ সময় তাদের কাছ থেকে ৫৬০ কেজি জাটকা, ২২০০ কেজি অন্যান্য সামুদ্রিক মাছ, ৩২০ কেজি বিভিন্ন প্রজাতির শুটকি, ৬০ কেজি কাকড়া ও ৯০ হাজার মিটার বেহেন্দি জাল উদ্ধার করা হয়।
 
জাটকা বহনকারী ট্রলারের সঙ্গে আটক ৩২ জেলের মধ্যে চার জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের সাজা না দিয়ে বাকি ২৮ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।  
 
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এস এম ফজলুল করিম বাংলানিউজকে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদী থেকে দু’টি ট্রলারসহ ৩২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ২৮ জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।