ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, জানুয়ারি ১৫, ২০১৬
ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার কবীরপুরে ছুরিকাঘাতে খুন হয়েছেন শাহীন (২৫) নামে এক যুবক। এ ঘটনায় বাপ্পী শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ।



শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কবীরপুরের চাতালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন শৈলকুপা উপজেলার হাবীবপুর গ্রামের মহনসাধুর ছেলে।

আটক বাপ্পী শেখ শৈলকুপা উপজেলার কবীরপুর গ্রামের চাতালপাড়া এলাকার সামসউদ্দিন শেখের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, হাবীবপুর গ্রামের শাহীন কবীরপুর গ্রামের বাপ্পীর কাছে ১১শ’ টাকা পেতেন। সন্ধ্যায় কবীরপুরের চাতালপাড়ায় ধানের চাতালে বাপ্পীর কাছে পাওনা টাকা চান শাহীন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাপ্পী ছুরি দিয়ে শাহীনের পেটে আঘাত করেন।

এতে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আটক বাপ্পীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।