ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বিভাগীয় শহরে বিআইএম’র প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, জানুয়ারি ১৩, ২০১৬
বিভাগীয় শহরে বিআইএম’র প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সুপারিশ ফাইল ফটো

ঢাকা: দক্ষ জনবল গড়ে তুলতে প্রত্যেক বিভাগীয় শহরে একটি করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির ২১তম বৈঠকে এই সুপারিশ করা হয়।



সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক ও মো. আব্দুল ওদুদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিআইএম’র মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। কমিটি বিআইএম’র অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।