ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মনজুরুলের পিতার ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জানুয়ারি ১৭, ২০১৬
বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মনজুরুলের পিতার ইন্তেকাল আলহাজ কফিল উদ্দিন আহমেদ

ঢাকা: বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চিফ রিপোর্টার মনজুরুল ইসলামের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ কফিল উদ্দিন আহমেদ (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, আট ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



রোববার (১৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

রোববার বাদ এশা নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

শিক্ষাবিদ আলহাজ কফিল উদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবার, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পৃথক শোক বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আলহাজ কফিল উদ্দিন আহমেদের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও শোক এবং সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পিআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।