ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে আলমসাধু উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, জানুয়ারি ১৪, ২০১৬
ঝিনাইদহে আলমসাধু উল্টে নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধু উল্টে আবুল কাশেম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দু’জন।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম পাশের জেলা মেহেরপুরের কোমরপুর গ্রামের এনায়েত গায়েনের ছেলে।

আহতরা হলেন-একই গ্রামের আরমান আলীর ছেলে মিজান হোসেন (৩০) রাধাকান্তপুর গ্রামের বাহাদুর আলীর ছেলে ঝন্টু মিয়া (২৫)। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ওই তিনজন সকালে আলমসাধুতে করে মেহেরপুর থেকে যশোর যাচ্ছিলেন। পথে নগরবাথান বাজারে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম নামে এক যাত্রী মারা যান। এসময় আহত হন আরো দু’জন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।