ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, জানুয়ারি ৭, ২০১৬
বরিশালে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বরিশাল জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতি ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।



জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিছ উদ্দিন আহম্মেদ শহীদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বার কাউন্সিলের সহ-সভাপতি আব্দুস বাসেত মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুব হোসেন হুমায়ুন, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেড আই খান পান্না, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজি মো. নাজিবুল্লাহ হিরু, হাউজ কমিটির চেয়ারম্যান পারভেজ আলম খান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।