ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, ডিসেম্বর ২১, ২০১৫
সিলেটে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।



সোমবার (২১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বাংলানিউজকে এ তথ্য জানান।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস (সিলেট জ-১১০৭০৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান উপজেলার মাথিউরা গ্রামের আব্দুল হাফিজ (৪০)।

আহতরা হলেন ডাচ বাংলা ব্যাংক বিয়ানীবাজার শাখার কর্মকর্তা ছইফ আলম (২৭), ওয়াহাব আলী (৪০) ও আব্দুর নূর (৪৫)। প্রাথমিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।

আহতদের সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।