ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

পৌর নির্বাচন

গোপালগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন ৯ কাউন্সিলর প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, ডিসেম্বর ১১, ২০১৫
গোপালগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন ৯ কাউন্সিলর প্রার্থী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের দুইটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ১৪ কাউন্সিলর প্রার্থীর ৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

তবে অপর ৫ জনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আবেদন খারিজ হয়ে গেছে।



শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট  মো. খলিলুর রহমান শুনানি শেষে এ রায় দেন।

এরআগে বিভিন্ন ত্রুটি থাকায় ওই ১৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তারা আপিল আবেদন করেন।

মনোনয়নপত্র বাতিল করা প্রার্থীরা হলেন, গোপালগঞ্জ পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সালমা আক্তার (ওয়ার্ড নং ৩,৪,৫), কাউন্সিলর প্রার্থী সাদ্দাম সিকদার (ওয়ার্ড নং-৯), রাসেল খান (ওয়ার্ড নং ৬), কাজী গালিব হোসেন (ওয়ার্ড নং ২) ও টুঙ্গিপাড়া পৌরসভায় কাউন্সিলর প্রার্থী শেখ তানজিল আহম্মেদ আসলাম (ওয়ার্ড নং ৪)।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।