ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মান্দায় ভটভটি চাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, ডিসেম্বর ১১, ২০১৫
মান্দায় ভটভটি চাপায় পথচারী নিহত ছবি: প্রতীকী

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী একটি ভটভটি উল্টে গিয়ে চাপা পড়ে আব্দুল (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



মৃত আব্দুল মান্দা উপজেলার নন্দরাম এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে ঠাকুরমান্দা থেকে ভটভটিটি যাত্রী নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে সাতবাড়িয়া এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে পথচারী আব্দুল ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মান্দা থানার পরিদর্শক (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।