ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী বিজয় মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, ডিসেম্বর ৭, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী বিজয় মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’-  স্লোগানকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে।


 
সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মেলার উদ্বোধন করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর আসরের সভাপতি ডা. আবু সাঈদ।  
 
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম খোকন, স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত প্রমুখ।  
 
সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেলাঘরের জেলা কমিটির সম্পাদক নীহার রঞ্জন সরকার।
 
রাতে স্থানীয় বৈশাখী শিল্পী গোষ্ঠী ও মেহেক নৃত্যালয়ের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠী পরিবেশিত ‘এখানে ওরা’ নাটকটি মঞ্চস্থ হবে।  
 
মেলার আয়োজকরা জানান, মেলায় ১০টি স্টল রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ও শিশুদের আঁকা ছবি দুটি স্টলে প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।