ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ছাগলনাইয়ায় ট্রাকচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জানুয়ারি ২০, ২০১৫
ছাগলনাইয়ায় ট্রাকচাপায় যুবক নিহত

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় ট্রাকচাপায় হাফেজ শাহজাহান (৩৫) নামে এক  যুবক নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে ছাগলনাইয়া পৌরশহরের স্টার লাইন বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

তবে, পুলিশ ট্রাক ও অটোরিকশাটি আটক করলেও উভয় চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।

নিহত শাহজাহান উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহান অটোরিকশায় বসে স্থানীয় একটি ওয়াজ মাহফিলের মাইকিং করে ছাগলনাইয়া থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০৫-৪১) অটোরিকশাটিকে চাপা দিলে শাহাজাহানের মাথা থেতলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টার দিকে তিনি মারা যায়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।