ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

গুরুতর অসুস্থ কেসিসি মেয়রকে ঢাকায় স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, জানুয়ারি ২০, ২০১৫
গুরুতর অসুস্থ কেসিসি মেয়রকে ঢাকায় স্থানান্তর মনিরুজ্জামান মনি

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ানি) দুপুর ২টায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়।



সিটি মেয়রের এপিএস রেজাউল আলম দুপুরে বাংলানিউজকে বলেন, পরিপাকতন্ত্রে সমস্যাজনিত কারণে মেয়র অসুস্থ হয়ে পড়ায় তাকে সোমবার দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে তার অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

তিনি আরও জানান, একটি অ্যাম্বুলেন্সে করে দুপুরেই মেয়রকে নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।