ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে মেঘনা নদীতে চিনামাটিবাহী কার্গো ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জানুয়ারি ২০, ২০১৫
চাঁদপুরে মেঘনা নদীতে চিনামাটিবাহী কার্গো ডুবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের তরপুরচন্ডী এলাকায় মেঘনা নদীতে এমভি সোয়াদ নামে চিনামাটিবাহী একটি কার্গো ডুবে গেছে। তবে এ ঘটনায় কার্গোর কোনো কর্মী নিখোঁজ বা হতাহত হননি।



মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া কার্গোর মাস্টার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, এমভি সোয়াদ সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা যাচ্ছিল। তরপুরচন্ডী এলাকায় পৌঁছুলে এমভি সিরাজুল ইসলাম-১ নামে অপর একটি কার্গো ওই কার্গোকে ধাক্কা দেয়। এতে তলা ফেটে এমভি সোয়াদ ডুবে যায়। এসময় কার্গোতে থাকা ১২ জন কর্মী স্থানীয় জেলেদের সহায়তায় মাছধরা ট্রলারে করে তীরে উঠতে সক্ষম হন।

তিনি আরো জানান, কার্গোটিতে ৯৬০ টন সিরামিক তৈরির চায়না মাটি ছিল।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কার্গোর মাস্টার একটি সাধারণ ডায়েরি করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।