ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে জঙ্গি সন্দেহে ৪ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, জানুয়ারি ১৯, ২০১৫
রাজধানীতে জঙ্গি সন্দেহে ৪ জন গ্রেফতার ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকায় জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ(উত্তর)। গ্রেফতারকৃতরা নিজেদেরকে আইএস জঙ্গি বলে দাবি করেছেন।



গ্রেফতারকৃতরা হলেন, সাখাওয়াতুল কবির ওরফে কবির, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম এবং নজরুল ইসলাম।

রোববার(১৮ জানুয়ারি)গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার(১৯ জানুয়ারি)সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের ‌উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের একজন নিজেকে আইএস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী বলে দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।