ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কমরেড অমল সেনের মৃতুবার্ষিকী শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, জানুয়ারি ১৭, ২০১৫
কমরেড অমল সেনের মৃতুবার্ষিকী শনিবার অমল সেন

যশোর: তেভাগা আন্দোলনের নেতা মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ১২তম মৃত্যুবার্ষিকী শনিবার (১৭ জানুয়ারি)।

দিনটি উপলক্ষে ওয়ার্কার্স পার্টি ও কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।



রমধ্যে শনিবার কমরেড অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গ্রামে সমাধিস্থলে শনিবার ও রোববার (১৭ ও ১৮ জানুয়ারি) মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। মেলায় থাকছে কৃষক সমাবেশ, সন্ধ্যায় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

কমরেড অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই ব্রিটিশ ভারতে (বর্তমানে নড়াইল জেলার আফরা গ্রামে) জন্ম গ্রহণ করেন। জমিদার বংশের ছেলে হয়েও তিনি চিরকুমার হয়ে খুব সাধাসিধে জীবন-যাপন করেছেন। ২০০৩ সালের ১৭ জানুয়ারি ৮৯ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।    
           
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।