ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিরামপুরে তিন মাদকসেবীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, জানুয়ারি ৮, ২০১৫
বিরামপুরে তিন মাদকসেবীকে জরিমানা ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় তিন মাদকসেবীকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এরা হলেন-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বেবহতপুর গ্রামের মহমুদুল হাসান(২২), আশিকুল ইসলাম (২৫) ও একই উপজেলার হাজিপুর গ্রামের হাবিবুর রহমান(২৩)।



বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান আল মাসউদ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ রায় দেন।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, সকালে বিরামপুর থানা পুলিশ উপজেলার মির্জাপুর মোড় এলাকা থেকে তিনজন মাদকসেবীকে আটক করে। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।