একতা, বন্ধুত্ব ও সম্প্রীতির টানে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এসএসসি ৯৬ ব্যাচের বন্ধুদের হাওরে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাজিতপুর থেকে নৌকায় করে হুমাইপুর পর্যন্ত ভ্রমণে আনন্দ-উল্লাস ও স্মৃতিচারণায় মেতে ওঠেন তারা।
৯৬ ব্যাচের বন্ধুরা জানান, তারা প্রতিবছরই বিভিন্ন সময়ে মিলিত হন। এই মিলনমেলার মধ্য দিয়ে তারা সামাজিক উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ ও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।
তারা বলেন, ভবিষ্যতে এ সম্পর্কিত নানাবিধ পরিকল্পনা বাস্তবায়নের একটি রূপরেখা দেওয়ার জন্য আজকের এই মিলনমেলা।
এ ছাড়া রক্তদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
আরবি