ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৫, সেপ্টেম্বর ৬, ২০২৫
হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ হানিফ ফ্লাইওভার, সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপরে বাসের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।  

নিহত দুজন হলেন অটোরিকশার চালক শহিদুল (৫০) ও যাত্রী ইমরান (৪৮)। আর আহত হয়েছেন রফিক (৫০) নামে এক ব্যক্তি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার পবিত্র কুমার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার কাছে ফ্লাইওভারের ওপরে চিটাগং রোডের অংশে একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক রাত ১০টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, জানা গেছে, ফ্লাইওভারের ওপরে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে অটোরিকশাটি থামিয়ে মেরামত করার চেষ্টা করছিলেন চালক। তখনই পেছন থেকে বাসটি এসে ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত দুজনের লাশ মর্গে রাখা হয়েছে। আর আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।