ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

শিক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস দাবি

প্রথম আলোর রিপোর্টে ক্ষোভ, জ্বালিয়ে দিল পত্রিকার কপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, আগস্ট ১৭, ২০২৫
প্রথম আলোর রিপোর্টে ক্ষোভ, জ্বালিয়ে দিল পত্রিকার কপি প্রথম আলো পত্রিকায় আগুন ধরিয়ে দিচ্ছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য গত ৯ বছরে আটবার ডিপিপি জমা দেওয়া হয়েছে, কিন্তু অনুমোদন পায়নি। তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ একনেক সভায় ডিপিপি অনুমোদন না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুরে ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

 এ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব সাইফ মুস্তাফিজ অংশগ্রহণ করে সংহতি জানিয়ে সরকারের কাছে দ্রুত শিক্ষার্থীদের দাবি পূরণ করার আহ্বান জানিয়েছেন।  

একই দাবিতে গতকাল প্রতীকী গণ অনশন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বুড়িপোতাজিয়া গ্রামবাসী।  

তাঁরা ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে চলনবিলের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে’ বিশ্ববিদ্যালয়বিরোধী এমন সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ও পত্রিকার ওই সংখ্যা জ্বালিয়ে দেন। একই সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পত্রিকাটি বয়কটের ঘোষণা দেয়।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার দিলরুবায় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন-৩-এর সামনে এ কর্মসূচি পালন করা হয়।  

আন্দোলনকারীরা বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নয় বছরে আটবার ডিপিপি জমা দেওয়া হয়েছে। সর্বশেষ রবীন্দ্র ঠাকুরের ১শ একর জমির ওপর ৫১৯ কোটি টাকার ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক-রেলপথ-যমুনা সেতু অবরোধ করা হয়।

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।