নতুন আঙ্গিকে দর্শকদের সামনে ফিরে আসছে দেশের সর্ববৃহৎ ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২৫’। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা।
প্রতিবারের মতো এবারও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করছে মাছরাঙা টেলিভিশন। বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটিতেই প্রতিযোগিতা অনুষ্ঠান সম্প্রচার করা হবে। পাশাপাশি এবারের আসরে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে মিডিয়াকম লিমিটেড এবং ওয়ারড্রোব পার্টনার হিসেবে রয়েছে বিশ্বরঙ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, মিডিয়াকম লিমিটেডের সিইও এবং মাছরাঙা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুণ্ডু ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান। এ ছাড়া এবারের আসরের বিচারক হিসেবে ছিলেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি।
‘ম্যাজিক বাউলিয়ানা’ শুধুমাত্র একটি সঙ্গীত প্রতিযোগিতা নয়, বরং বাংলার লোকসঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণ, সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের কাছে এই সাংস্কৃতিক ধারা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে এ শো দেশের অসংখ্য তরুণ প্রতিভাকে মঞ্চে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে এবং বাউল ও লোকসঙ্গীতের মূল ধারাকে পুনর্জীবিত করতে কার্যকর ভূমিকা রেখেছে।
‘ম্যাজিক বাউলিয়ানা’র ইউটিউব চ্যানেলে প্রায় দুই লাখ সাবস্ক্রাইবার ও পাঁচ কোটি ভিউ রয়েছে, যা ডিজিটাল মাধ্যমে লোকসঙ্গীতের প্রসারে একটি উল্লেখযোগ্য অর্জন। শো-এর জনপ্রিয় গানগুলো স্পটিফাইসহ আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়েছে, ফলে ‘ম্যাজিক বাউলিয়ানা’ বৈশ্বিক পরিসরে লোকসঙ্গীতের এক গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ ছাড়া ‘লোকগানের শুদ্ধ সংকলন’ শিরোনামে একটি বই প্রকাশের মাধ্যমে সঙ্গীত আর্কাইভ করা হয়েছে।
আয়োজকরা জানান, অডিশন পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন গ্রুমিং সেশন এবং মাস্টার সিলেকশনে, যেখান থেকে বাছাই করা প্রতিভারাই সুযোগ পাবেন স্টুডিও রাউন্ডে পারফর্ম করার। পুরো শোটি সম্প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে, যার চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হবে একটি জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালে।
‘ম্যাজিক বাউলিয়ানা’ নতুন শিল্পীদের আত্মবিশ্বাস তৈরির পাশাপাশি দেশ-বিদেশে নিজেকে একজন প্রকৃত শিল্পী হিসেবে গড়ে তোলার পথ তৈরি করে। ইতি ইব্রাহীম, কামরুজ্জামান রাব্বী এবং নয়ন সূত্রধরের মতো প্রতিভারা এই মঞ্চ থেকে উঠে এসে বাংলার লোকসঙ্গীতে নতুন অধ্যায় সূচনা করেছেন। এই আয়োজনে প্রতিযোগীদের গানের স্বত্ব, রয়্যালটি এবং ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা হয়, যা তাদের জন্য একটি পেশাদার শিল্পীজীবনের ভিত্তি তৈরি করে দেয় বলে জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, বাউল সঙ্গীত আমাদের একান্ত নিজস্ব। ‘ম্যাজিক বাউলিয়ানা’র মাধ্যমে আমরা এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। পাশাপাশি বাউল সঙ্গীতে আগ্রহীদের আমরা আমাদের আয়োজনের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ করে দিতে চাই।
এসসি/আরবি