ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

পিএসসিতে কোনো ধরনের অন্যায় হতে দেব না: চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, আগস্ট ৫, ২০২৫
পিএসসিতে কোনো ধরনের অন্যায় হতে দেব না: চেয়ারম্যান

দায়িত্ব পালনকালে কমিশনে কোনো ধরনের বৈষম্য এবং অন্যায় হতে দেওয়া হবে না বলে জানিয়ছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

মঙ্গলবার (৫ আগস্ট) কমিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

কমিশনের চেয়ারম্যান বলেন, ২০২৪ এর তরুণ প্রজন্ম যে বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা বিলোপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না।

তিনি আরও বলেন, কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কমিশনে কোনো ধরনের বৈষম্য এবং অন্যায় হতে দেব না।

কমিশনের চেয়ারম্যান জুলাই শহীদদের ত্যাগকে স্মরণ রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী এবং আহতকারীদের নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিও ও একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় কমিশনের সদস্য ও কমিশন সচিবালয়ের সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।