ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, আগস্ট ৪, ২০২৫
আশুলিয়ায় ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাশরিকুল ইসলাম ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে গতকাল রাতে ওই ছাত্রলীগ নেতাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব-৪।  

গ্রেপ্তার মাশরিকুল ইসলাম ইমন (২৮) আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের ওই ছাত্রলীগ নেতার বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৪ এর একটি দল।  পরে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব। গত বছর ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে আজ অন্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হবে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।