গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী এলাকায় শালবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফিকুল ইসলাম (৫০) গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন হাতিমারা এলাকার রবি মিয়ার ছেলে।
শনিবার (২ আগস্ট) বিকেলে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোবিন্দবাড়ী এলাকায় শালবনের ভেতরে শফিকুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আগুনের পোড়া চিহ্ন রয়েছে। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। হতাশার কারণে তিনি নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন এলাকাবাসী।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে পোড়া চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএস/এমজেএফ