ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন -ইইউ । সোমবার ( ২১ জুলাই) ইইউ বাংলাদেশে প্রতিনিধি দলের অফিস থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়।
বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধিদল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সাথে রয়েছে।
প্রসঙ্গত, উত্তরায় বিমান দুর্ঘটনায় ১৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৬৪ জন।
টিআর/জেএইচ