ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিমান বিধ্বস্তের ঘটনায় ইইউ'র শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, জুলাই ২১, ২০২৫
বিমান বিধ্বস্তের ঘটনায় ইইউ'র শোক ইইউ লোগো

ঢাকা: রাজধানীর উত্তরায়  বিমান দুর্ঘটনায় গভীর  শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন -ইইউ  । সোমবার ( ২১ জুলাই) ইইউ  বাংলাদেশে প্রতিনিধি দলের অফিস  থেকে এক বার্তায়  সমবেদনা প্রকাশ করা হয়।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধিদল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সাথে রয়েছে।

প্রসঙ্গত, উত্তরায়  বিমান দুর্ঘটনায় ১৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৬৪ জন।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।