ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, জুলাই ২১, ২০২৫
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ঢাকা: উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ জুলাই) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনা সভা থেকে সরাসরি বার্ন ইউনিটে পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই মহাসচিব সেখানে গিয়েছেন।

এফ-৭ বিজিআই মডেলের বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার পর অল্প সময়ের ব্যবধানে বিধ্বস্ত হয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হলের ক্যানটিন ভবনের ছাদে গিয়ে পড়ে বিমানটি।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আইএসপিআরকে পাঠানো এক তথ্যে জানা যায়, এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।  

এসবিডব্লিউ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।