ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নেগেটিভ রক্ত সংগ্রহে চলছে মাইকিং

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, জুলাই ২১, ২০২৫
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নেগেটিভ রক্ত সংগ্রহে চলছে মাইকিং ছবি: জি এম মুজিবুর

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় রক্ত সংগ্রহে দেড় থেকে দুই হাজার লোক বিভিন্ন হাসপাতালে পাঠানো হলেও ঘটনাস্থলে নেগেটিভ গ্রুপের রক্ত সংগ্রহ করতে চলছে মাইকিং।

সোমবার (২১ জুলাই) ঘটনাস্থল ঘুরে দেখা গেছে এমন চিত্র।

ঘটনাস্থল এর পাশেই বেশ কয়েকজন স্বেচ্ছাসেবীকে নেগেটিভ রক্ত সংগ্রহের জন্য মাইকিং করতে দেখা গেছে। বিশেষ করে ও এবং এ নেগিটিভ রক্ত সংগ্রহে চলছে মাইকিং।

ইমার্জেন্সি রেসকিউ টিমের একজন সদস্য বাংলানিউজকে বলেন, অ্যাম্বুলেন্সে করে দেড় থেকে দুই হাজার ডোনার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। নেগিটিভ রক্ত সংগ্রহে চলছে মাইকিং।
 
তবে উৎসব জনতার কারণে প্রশাসনের লোকজনকে হিমশিম খেতে হচ্ছে।

এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।