ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

ফেসবুকজুড়ে ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, জুলাই ২১, ২০২৫
ফেসবুকজুড়ে ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা’

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জনের মৃত্যু ও দেড় শতাধিক আহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই মর্মান্তিক ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিমান দুর্ঘটনার খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকজুড়ে দেখা যায় শোকের ছাপ। মাইলস্টোন কলেজের অনেকেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস ও প্রোফাইল ছবি পরিবর্তন  করেছেন।  

‘প্রে ফর মেইলস্টোন’ শিরোনামে নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় শত শত পোস্ট শেয়ার করা হচ্ছে।

আবার অনেকে শোক প্রকাশের পাশাপাশি আহদের জন্য প্রয়োজনীয় রক্তসহায়তা চেয়ে পোস্ট দিচ্ছেন।  

দুর্ঘটনার একাধিক বর্ণনা  যোগাযোগ মাধ্যমশ সংবাদ মাধ্যম গুলোতে আসতে শুরু করেছে। মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, তখন বেলা ১টা ১০ মিনিট। হঠাৎ করে শব্দ শুনতে পাই। সে সময় আমি লাইব্রেরিতে ছিলাম। বের হয়ে দেখি একটি বিমান বিধ্বস্ত হয়ে দোতলা ভবনের পাশে পড়ে আছে।  

জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭। আহতদের ভর্তির জন্য নেওয়া হবে তাদের জন্য মেট্রোরেলে বগি রিজার্ভ করা হয়েছে।  

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় বিমান দুর্ঘটনার ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।