ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, জুলাই ২১, ২০২৫
উত্তরায় বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টার ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাস্পাসে বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযানে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়াও উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনী, যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চলছে।

এদিকে এ দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তর জানিয়েছে, উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়। সেখানে ৮টি ইউনিট কাজ করছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।