ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে বাথরুমে মিললো শিশু গৃহকর্মীর লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, জুলাই ১৪, ২০২৫
রাজধানীতে বাথরুমে মিললো শিশু গৃহকর্মীর লাশ প্রতীকী ছবি

রাজধানীর রমনার ‘দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনী’র একটি বাসা থেকে সুফিয়া (১০) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রমনা থানা পুলিশ বাসা থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

 

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, সুফিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায়। তার বাবার নাম জামাল উদ্দিন। ভোরে খবর পেয়ে রমনা আদ-দ্বীন হাসপাতাল সংলগ্ন ওই কলোনির একটি বাসার নবম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাথরুমের ভেতর দরজা বন্ধ করে ঝরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিল সে। পরে কৌশলে দরজা খুলে ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, বাসাটিতে পরিবার নিয়ে থাকেন এক চিকিৎসক। সেই বাসায় গত ৮ মাস ধরে কাজ করছিল সুফিয়া। গত রোববার (১৩ জুলাই) বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী কক্সবাজার গেছেন বেড়াতে। এ সময় বাসায় ছিল সুফিয়াসহ মোট তিনজন গৃহকর্মী, একজন গাড়িচালক ও গৃহকর্তার এক মেয়ে। ভোরে তারাই মূলত বাথরুমে দরজা বন্ধ পায়। ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে এক পর্যায়ে থানায় খবর দেয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।