ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

আইভীর জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, জুলাই ৯, ২০২৫
আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই আদেশ দেন।

এর আগে সকালে সজল হত্যা মামলায় আইভীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের শ্রমিক সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত।

এর আগে ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জুতা কারখানার শ্রমিক সজল নিহত হন। গত ৯ মে আইভীকে গ্রেপ্তারের পর সজল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এমআরপি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।