ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

আশুরা উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, জুলাই ৫, ২০২৫
আশুরা উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা: যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রোববার (৬ জুলাই) সারাদেশে ১৪৪৭ হিজরি সনের আশুরা উদযাপিত হবে।

আশুরা উপলক্ষে রিহ্যাবের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৫ জুলাই) বিকেলে রিহ্যাব কার্যালয়ে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদ।  

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন রিহ্যাব পরিচালক লায়ন সুরুজ সরদার।  

আলোচনা সভায় সমাপনী বক্তব্য দেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। এ সময় রিহ্যাব পরিচালক ও প্রেস এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্, রিহ্যাব পরিচালক প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদসহ রিহ্যাবের অন্যান্য নেতারা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।  

আলোচনা শেষে মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।