ঢাকা: রাজধানীর ধানমন্ডির একটি পিচঢালা সড়ক হঠাৎ দেবে গিয়ে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তের কারণে ধানমন্ডির ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে অনেক মানুষ কৌতূহলবশত সেখানে জড়ো হন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
তবে পুলিশ বলছে, এটি খুব গুরুতর কিছু নয়। গর্তের ভেতর দিয়ে পানি চলাচল করতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির চাপে মাটি সরে গিয়ে এ গর্তের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, দুপুরের দিকে ধানমন্ডির শংকর এলাকার মূল সড়কে হঠাৎ এই গর্তের সৃষ্টি হয়। সেখানে পুলিশ গিয়ে দেখতে পায়, গর্তের ভেতর দিয়ে পানি চলাচল করছে। গর্তের ভেতরে বিদ্যুৎ লাইনসহ অন্যান্য সংযোগ লাইনও দেখা গেছে।
তিনি আরও বলেন, সম্ভবত নিচ দিয়ে পানি চলাচলের কারণে মাটি সরে গিয়ে সড়ক দেবে গেছে। এ বিষয়ে প্রকৌশল বিশেষজ্ঞরা বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন।
রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে মেরামতের কাজ চলছিল।
এজেডএস/আরএইচ