ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, মে ১৮, ২০২৫
মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো: আকাশ (২৩), কাশেম (২৫), রাব্বি (২২), সজিব (২৬), মাহাবুল (২২), সিয়াম (১৯), শাহরিয়া (২০), শাহাদাত (১৯), আলম (২২), তুহিন (২০), আকাশ (১৮), সুজন (১৯), এমদাদুল (২৭), সাব্বির (১৯) ও ফরহাদ (১৯)।

 

রোববার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার (১৭ মে) বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর  থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।