ভোলা সমিতি ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে (আইইবি) এক সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারকে আহ্বায়ক ও গোলাম মাসুদ খান লাবলুকে সদস্যসচিব করে ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
সভায় আট সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে আছেন-বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলম প্রমুখ।
সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নিরব ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।