ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

পিএসসির সংস্কার চেয়ে শাহবাগ ব্লকেড 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৭:০১ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
পিএসসির সংস্কার চেয়ে শাহবাগ ব্লকেড  পিএসসির সংস্কার চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রার্থীরা। 

ঢাকা: পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রার্থীরা।  

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন।

পরে চাকরিপ্রার্থীরা মিলে একটি মানবপ্রাচীর তৈরি করেন।  

এর আগে পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদের সঙ্গে কথা বলার পরই আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
আরআইএস

বাংলাদেশ সময়: ৭:০১ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।